IELTS সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবেন কি?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Lutful Al Numan
IELTS ইংরেজি ভাষায় দক্ষতা নিরূপণের জন্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক মানের পরীক্ষার নাম। অনেকেই এই নামটি শুনেছেন এবং এর প্রয়োজনীয়তা সম্বন্ধে জানেন কিন্তু IELTS সম্মন্ধে বিস্তারিত জানেন না। IELTS এ অংশগ্রহণ করতে ইচ্ছুক যারা তাদের জন্যে অবশ্যই IELTS এর exam module, format, এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই ভাল একটি ব্যান্ড স্কোর আশা করতে পারেন না যদি আপনি IELTS সম্বন্ধে বিস্তারিত না জানেন। ভাল একটি IELTS ব্যান্ড স্কোরের জন্যে আপনি কোন সেকশনে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন, কারা প্রশ্ন করবে, IELTS কারা পরিচালনা করেন, ইত্যাদি বিস্তারিত জানা থাকা জরুরী। IELTS এর পূর্ণরূপ হচ্ছে International English Language Testing System. IELTS এর যৌথভাবে British Council, IDP: IELTS Australia এবং Cambridge English Language Assessment এর মালিকানাধীন একটি পরীক্ষাপদ্ধতি। IELTS এর যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে এবং তখন থেকেই এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইংরেজির দক্ষতা নিরূপণকারী পরীক্ষা পদ্ধতি। IELTS সারা বিশ্বের শিক্ষার্থী এবং চাকুরিজীবীদেরকে ইংরেজি ভাষায় দক্ষতার উপরে সারটিফিকেট প্রদান করে যা বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় এ ভর্তির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। প্রতিবছর প্রায় ৩০ লাখ প্রার্থী IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। IELTS এর score শুধুমাত্র একজন প্রার্থীর একটি নির্দিষ্ট সক্ষমতার স্বরূপ নির্দেশ করে না বরং ইংরেজি ভাষা প্রধান একটি দেশে তার জীবনযাপনের সার্বিক সক্ষমতার স্বরূপ নির্দেশ করে। মাইগ্রেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্যে IELTS একটি অপরিহার্য বিষয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরো অনেক দেশেরই ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সরকারি এজেন্সিগুলো IELTS এর স্কোরের উপর সবচেয়ে বেশি গুরত্ব প্রদান করে থাকে। প্রার্থীরা ইংরেজির দক্ষতা প্রমাণের উদ্দেশ্যে IELTS পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন।
IELTS এর জন্য শিক্ষাগত যোগ্যতা
IELTS পরীক্ষায় অংশগ্রহনের জন্যে নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। আপনি ১৬ বছর বা তার বেশি বয়সী হলেই IELTS পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। IELTS এর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে, একবার IELTS এর অংশগ্রহণ করার পর সেই পরীক্ষার সার্টিফিকেটের মেয়াদ দুই বছর। দুই বছর পর প্রার্থীর আগের পরীক্ষার স্কোরের কোন মুল্য থাকে না। তখন চাইলে সেই প্রার্থী আবারো IELTS এ অংশগ্রহণ করতে পারবেন। IELTS পরীক্ষার ৪ টি sections অথবা modules রয়েছেঃ
IELTS এর পরীক্ষার ক্ষেত্রে দুইটি ভিন্ন খাত (format) রয়েছে। একটি format হচ্ছে Academic IELTS এবং অন্যটি হচ্ছে General Training IELTS. সকল প্রার্থীরাই Listening এবং Speaking এর জন্য একইরকম পরীক্ষা দিয়ে থাকেন কিন্তু Reading এবং Writing এর ক্ষেত্রে Academic IELTS এবং General Training IELTS এর পরীক্ষায় ভিন্নতা রয়েছে। Academic IELTS হচ্ছে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যারা উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রার্থী তাদের জন্য আর General Training IELTS হচ্ছে পেশাগত উদ্দেশ্যে বিদেশে ট্রেইনিং নিতে যেতে চায় যারা তাদের জন্যে।
কিভাবে IELTS এর জন্য রেজিস্ট্রেশন করবেন?
IELTS exam এ অংশগ্রহণ করার জন্যে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আপনি আপনার আশেপাশের IELTS test centre গুলোতে যেতে পারেন। সেখানের information desk staff এর সাথে কথা রেজিস্ট্রেশনের সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। অথবা আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন এই লিঙ্কে গিয়ে http://www.ielts.org। কিন্তু সকল পরীক্ষা কেন্দ্র অনলাইন রেজিস্ট্রেশন গ্রহণ করে না, তাই স্বশরীরে পরীক্ষা কেন্দ্রে গিয়ে খোঁজ নেয়াই উত্তম।
Registration করার জন্যে যা যা প্রয়োজনঃ