পাওয়ার সিস্টেমে SAS কী?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
ঋণাত্মক পাই
SAS এর পূর্ণ রুপ হলো Substation Automation System । এটি এখন নতুন যে কোন গ্রীড বা পাওয়ার সিস্টেমে হরহামেশাই ব্যবহার করা হচ্ছে। যদি ও এর কারনে খরচ বাড়ছে, কিন্তু পরিশ্রম কমছে। এটা মূলত স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার সিস্টেমে নিয়ন্ত্রন, পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষনের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
সাধারনত SAS, Intelligent electronic devices (IED) এর মাধ্যমে স্বয়ংক্রিয় ভাবে পাওয়ার সিস্টেমে নিয়ন্ত্রন, পর্যবেক্ষণ এবং তথ্য সংরক্ষনের কাজ করে থাকে।
SAS এর মাধ্যমে পুরো সাবষ্টেশনকে একটি কম্পিউটারের মাঝে আনা হয়। আপনি কম্পিউটার থেকে সার্কিট ব্রেকার, আইসোলেটর , ট্রান্সফরমার সবকিছু নিয়ন্ত্রন করা হয়ে থাকে। আপনার ক্লিক করে যেকোন ডিভাইসকে অন অফ করতে পারছেন। এছাড়া আপনার কম্পিউটারের মনিটরে যন্ত্রপাতির বর্তমান অবস্থা পর্যবেক্ষন করতে পারবেন। রিলে ফল্ট, প্রটেকশন ফল্ট, ওভারকারেন্ট ফল্ট সহ যে কোন টাইপের ফল্ট মনিটরে আপনি সহজেই দেখতে পারবেন। কোন প্যানেলে এই ফল্ট দেখা দিয়েছে, সেটাও আপনি দেখতে পারবেন।
এছাড়া কোন লাইনে বা ট্রান্সফরমারে বা কোন ফিডারে কত ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকুয়েন্সি সহ আরও অনেক তথ্য মনিটরেই দেখতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময়ে যদি আমরা কোন ডাটাকে সেভ করতে চাই, সেটাও করা সম্ভব। অটোমেটিক ভাবে এটি ডাটা সংরক্ষন করে থাকে। এছাড়া যদি আমাদের কয়েক বছর আগেরও ডাটা প্রয়োজন হয়, তবু ও আবার কোন নির্দিষ্ট সময়ের, কার্ভের মাধ্যমে তা কয়েক মিনিটেই বের করে দেওয়া সম্ভব।
এছাড়া এটির সাহায্যে কেন্দ্রীয় ভাবে মনিটরিং ও করা সম্ভব। যেমনঃ আমাদের দেশে লোড মনিটরিং করে এনএলডিসি। চাইলে এনএলডিসি ও ঢাকায় বসে যে কোন ধরনের অপারেশন করতে পারবে তাদের নিজেদের প্রয়োজন মত। এটি একই সাথে কমিউনিকেশনেও কাজ করছে।
এটি এখন বাংলাদেশে নতুন গ্রীডগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।