ডায়নোসর তো পুরো পৃথিবীতে ছিল তাহলে আমাদের এশিয়াতে তাদের ফসিল কেন কম বা একদম পাওয়া যায় না ?
Historical HiraAuthor
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Lutful Al Numan
এখন পর্যন্ত ধারনা করা হয় এশিয়াতে মোট 450 রকমের ডাইনোসোরের বাস ছিলো। আর ভারতীয় উপমহাদেশে 20 রকমের ডাইনোসোর ছিলো।300million বছর পূর্বে বর্তমান ভারতীয় উপমহাদেশের অবস্থান ছিলো বর্তমান এন্টার্কটিকার সাথে আর পুরো উপমহাদেশই পানির নিচে ছিলো তখন বর্তমান হিমালয় শুধু পানির উপর মাথা উচিয়ে ছিলো আর তাই 20 রকমের ডাইনোসোরের প্রায় সবগুলোর ফসিলই ওইখানে পাওয়া গেছে।
Asadul Islam Shimul
পাওয়া যায়, তবে এখানে মানুষের ঘনত্ব প্রচুর এবং যত্রতত্র বাড়ি তৈরি হচ্ছে ফলে এখানে অনুসন্ধান বেশি করা যায়না। আর তাই একটু কম। একটা উদাহরণ দেই – পৃথিবীর মোট জনসংখ্যা ৭০০+ কোটি কিন্তু শুধু এশিয়াতেই জনসংখ্যা ৪২০+ কোটি…> এতো বেশি জনসংখ্যার কারণে অনুসন্ধান করা কঠিন।