কোনো নামী ব্র্যান্ডের মোবাইল ফোনের চেয়ে দুই তিন গুণ কম দামে চাইনিজ স্বল্প পরিচিত ব্র্যান্ডগুলো একই (অথবা উচ্চতর) বৈশিষ্ট্যের (স্পেসিফিকেশন্স) মোবাইল ফোন কীভাবে বিক্রি করে?
Allauddin AliBeginner
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Asadul Islam Shimul
বর্তমান যুগে অর্থ অর্থাৎ টাকা পয়সায় একমাত্র কারেন্সি নয়।
বর্তমানে, অর্থের থেকেও বহুগুণ মূল্যবান হলো,
আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউসন ৪-৫ এর যুগে বাস করছি, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাস করছি।
স্মার্টফোন জগতের প্রধান দুটি অপারেটিং সিস্টেম হলো গুগলের এন্ড্রয়েড ও এপেলের আই ওএস। প্রত্যেক ব্রান্ডের নিজস্ব প্রোডাক্ট ইকোসিস্টেম আছে। আইপ্যাড, আইফোন, এয়ারপড, এপেল ওয়াচ, আইপড, সিরি vs পিক্সেল ফোন, ক্রোম ওএস, গুগল এসিস্ট্যান্ট vs মাইক্রোসফট পিসি, সারফেস ল্যাপটপ, ট্যাবলেট, করটানা vs আলেক্সা ইত্যাদি।
এন্ড্রয়েড একটি ওপেন অপেরেটিং সিস্টেম অর্থাৎ যেকোনো স্মার্টফোন কোম্পানি গুগল এর কাছ থেকে লাইসেন্সের মাধ্যমে এই ওএস ব্যবহার করতে পারবে। কিন্তু বিনিময়ে গুগল কি পাচ্ছে?
” বিগ ডাটা “
আপনার জীবনের যাবতীয় তথ্য, আপনি কি খেতে ভালোবাসেন, কার সাথে প্রেম করেন, কি ধরণের পর্ন দেখেন, গুগলে কি সার্চ করেন, কোথায় কোথায় যান, কার সাথে কতক্ষন ও কি কথা বলে সব কিছু গুগল জানে। গুগলের সামনে আপনি একদম নগ্ন।
আপনার এই তথ্যগুলি আপনার কাস্টমাইসড ইউসেজের জন্য দরকার। যেমন আপনি একটি নির্দিষ্ট জনরে এর গান ইউটিউবে কদিন শুনলে তারপর থেকে সেই ধরণের গান বেশি পাবেন। আপনার সার্চ ইনপুট গুগল ব্যবহার করে ইউটিউব এর এলগরিদম পাল্টাচ্ছে। ফলে আপনি ভালো সুবিধে পাচ্ছেন কিন্তু গুগল ও গুগল জাতিয় কোম্পানি গুলি একই সাথে ওই তথ্যগুলি দিয়ে আরেকটি কাজ করছে।
এইযে ধরুন আপনার নচ আলা ফোন পছন্দ না। আপনি বড় রেজুলেশন এর ক্যামেরা পছন্দ করেন। আপনি নির্দিষ্ট কিছু এপ বেশি ব্যবহার করেন। এগুলো জানলে গুগলের কি লাভ? এগুলো জানলে গুগল আপনার মত কাস্টমারদের আরো ভালো সার্ভিস দেবে ও সর্বশেষে নিজের প্রোডাক্ট ইকোসিস্টেম এর বৃদ্ধি ঘটাবে।
এই তথ্যগুলি গুগল আমাজন, ফ্লিপকার্ট, মাইক্রোসফট, এডোবি, যাবতীয় যা কোম্পানি আছে সবাইকে বিক্রি করে। অর্থাৎ আপাত ভাবে আপনাকে ফ্রিতে এন্ড্রয়েড ইউজ করতে দিচ্ছে কিন্তু আপনি আপনার তথ্য দিয়ে মূল্য চোকাচ্ছেন।
এক্ষেত্রে এপেলের ব্যাপারটা হচ্ছে আপনার তথ্য এপেলের হাতে অনেক সিকিউর। আপনি যা এপ ব্যবহার করবেন তার জন্য টাকা দেবেন বিনিময়ে আপনি এড ফ্রি ও সিকিউর ভাবে ফোন ব্যবহার করতে পারবেন।আপনি হয়তো দেখেছেন যারা স্মার্টফোনের এর ব্যবহার একটু কম জানে, তাদের কারোর ফোনের সকাল বেলায় কি কি নোটিফিকেশন থাকে,
রেডমি আর স্যামসাং এর সেম স্পেসিফিকেশন থাকলেও আউট অফ দা বক্স এক্সপেরিয়েন্স স্যামসাং এর ভালো কারণ আপনি সামসাংকে বেশি টাকা দিচ্ছেন যাতে আপনাকে প্রতিদিন সকালে এইসব হয়রানির ভেতর না পড়তে হয়।
আপনি দেখবেন রেডমি এর ফোন গুলিতে গুগল এর সেম ক্লোন এপ আছে, মি ব্রাউসার, মি ক্যামেরা, মি ইত্যাদি ইত্যাদি। এগুলো ব্লোটওয়ার যা আপনি কেবল এই এন্ড্রয়েডেই খুঁজে পাবেন। প্রচন্ড বিরক্তিকর হয় এগুলো। বেশিরভাগ ক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায়না, অনেক স্টোরেজ ও রাম খেয়ে বসে থাকে।
প্রথমেই বলেছি, আপনি ফোন কিনছেন না, আপনি কিনছেন এক্সপেরিয়েন্স। আমি কখনোই বলছিনা রেডমি বা ওই জাতীয় চাইনিজ ফোন ব্যবহার না করুন। এই সব কোম্পানির জন্য যেসব কোম্পানি নাম ভাঙিয়ে টাকা বেশি নেয়, তারা দাম কমাতে বাধ্য হয়, আমরা কম দামে ভালো হার্ডওয়ার পায়। আমি নিজে রেডমি নোট ৪ ব্যবহার করি, দারুন ফোন। আমি শুধু বলছি নিজের ডাটা সম্বন্ধে দায়িত্বশীল হন কারণ আপনাদের অজ্ঞতার সুযোগ নিয়ে এইসব কোম্পানিরা অনেক কিছু করে থাকে। একটি দামি রেস্টুরেন্টের ডিম সিদ্ধ এইজন্য ১০০ টাকা আর খোলা রাস্তার ধারে হকারের কাছে ৬ টাকা।
ডাটা কেন কারেন্সি সেটা তো বোঝালাম। সময় কেন কারেন্সি বলি।
ধরুন আপনি একটি কাজ করছেন মন দিয়ে, আপনার ফোনে একটি এসএমএস এলো, ইউটিউবে ভিডিও নোটিফিকেশন এলো, আপনার প্রিয় ইউটিউবার কিছু আপলোড করেছে। ফেসবুকে কেউ কোনো ফানি ভিডিও দিয়েছে। আপনি দেখতে ছুটলেন। ৫ মিনিটের একটি ভিডিও দেখবেন ভেবেছিলেন কিন্তু কখন যে ২ ঘন্টা ধরে স্ক্রল করে ফেললেন টের পাবেন না।
আমরা ডিজিটাল জঙ্গলে থাকি। পথ ভ্রষ্ট হওয়া খুবই সোজা। অনেকটা ওই শুন্য গল্পের শুন্য জগৎ থেকে আসা ফিবোনাক্কির মত। আপনি যদি রহস্য উদঘাটন করে ফেলেন তাহলে এসব কোম্পানির ব্যবসা ল্যাটে উঠে যাবে।
আমি ইউটিউবে কোনো ভিডিও দেখা বা কোরা, ফেসবুক এ ব্রাউজ করার বিপক্ষে নয়। শুধু বলতে চাই যে দেখার আগে ভাববেন যে এটি কি আপনার সময়ের চেয়েও বেশি মূল্যবান।
একটা ফরোয়ার্ড পোস্ট ফেসবুকে সবাই দেখে থাকবেন যে ফোন এত সস্তা, কল এত সস্তা তাহলে নেতা মন্ত্রীদের এত দামি ফোন, কল এলাওয়ান্স কেন দেওয়া হয়। তাদের তথ্যকে সিকিউর রাখার জন্য। তাদের তথ্য বিদেশি কোম্পানীদের হাতে পড়লে দেশের ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ হতে পারে। তাই তাদেরকে কাস্টোমাইজড ফোন, বার্নার ফোন, সিকিউর লাইন ফেসিলিটিজ দেওয়া হয়।
মূল প্রশ্নের উত্তরের বাইরেও অনেক কিছু বলেছি, কমপ্রিহেনসিভ ধারণা দেওয়ার জন্য এগুলি খুব জরুরি ছিল।
TLDR : It’s not the product. It’s the experience.
বড় উত্তর, পড়ার জন্য অনেক ধন্যবাদ।