কিভাবে চাকরির পড়া শুরু করবো?
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people's questions, and connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Historical Hira
যে কোন চাকরির পরীক্ষায় সাধারণত ৪ ক্যাটাগরির প্রশ্ন হয়। যেমন: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। এছাড়াও এখন আলাদা ভাবে তথ্য প্রযুক্তির উপর মাঝে মাঝে প্রশ্ন থাকে। সেটাও সাধারণত সাধারণজ্ঞান ক্যাটাগরিতেই ধরা হয়।
এখানে আমি আপনি কিভাবে পড়বেন এবং কোন কোন বইগুলো থেকে পড়বেন উভয়ই বলে দিচ্ছি।
আশা করি, সম্পূর্ণ উত্তরটি পড়া শেষ হলে, চাকরির প্রস্তুতি সম্পর্কে আপনার একটি পরিষ্কার ধারণা জন্মাবে।
তো, চলুন শুরু করা যাক!
প্রথমেই জেনে নেই, কোন বিষয়ের কোন জিনিসগুলো আপনাকে জানতে হবে।
বাংলা সাহিত্য ও ব্যাকরণঃ উল্লেখযোগ্য কবি- সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হবে। গল্প, কবিতা বা উপন্যাসের রচয়িতা থেকে প্রশ্ন বেশি আসে। ব্যাকরণ অংশে শব্দ, পদ, কারক- বিভক্তি, প্রকৃতি- প্রত্যয়, সন্ধি, সমাস, শুদ্ধ বানান পড়তে হবে। পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসতে পারে। কৃষ্ণ অধিকারী জানান, সন্ধি, সমাস, কারক থেকে প্রতিবছরই প্রশ্ন থাকে, এগুলো প্রশ্নে একপলক দেখামাত্রই যেন উত্তর করা যায় সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের সব অধ্যায়ের পাঠ এবং উদাহরণ শিখতে পারলে ভালো হয়।
ইংরেজিঃ বেসিক গ্রামার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। পড়তে হবে Preposition, Antonym, Synonym, Parts of Speech, Tense, Spelling, Right forms of verb, Transformation, Voice, Narration । সাধারণত Spelling, Right forms of verb, Antonym, Synonym থেকে প্রশ্ন বেশি আসে। বিগত কয়েক বছরের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বেশ ভালো ধারণা পাওয়া যাবে। চারটি Preposition থেকে শূন্যস্থানে. কোনটি বসবে, গ্রামারের বিচারে কোন বাক্যটি শুদ্ধ, কোনটি সঠিক Indirect Speech -এ ধরনের প্রশ্ন প্রায়ই আসে। অনুশীলনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, প্রফেসরস জব সল্যুশন এবং ভালো মানের গ্রামার বই পড়তে পারেন। আর খাতায় গুরুত্বপূর্ণ শব্দ লিখে চর্চা করলে কাজে লাগবে।
গণিতঃ গণিতের সমাধান বের করতে অনেকে বেশি সময় নিয়ে ফেলেন। এ ক্ষেত্রে সচেতন হতে হবে। পুরনো পাঠ্যক্রমের ষষ্ঠ থেকে অষ্টম ও নবম- দশম শ্রেণির গণিত বই অনুসরণ করতে হবে। দেখে যেতে হবে এইচএসসি পর্যায়ের বইও। সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে না। সাধারণ ক্যালকুলেটর নেওয়া গেলেও সময় স্বল্পতার কারণে সব সময় ব্যবহার করতে যাওয়াটা বোকামি। গণিতের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন মুখে মুখেই অঙ্কের বেশির ভাগ সমাধান করে নেওয়া যায়, বারবার চর্চা করলেই এটা সম্ভব। সুদ-কষা, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, ভগ্নাংশ, ধারাপাত এবং বীজগণিতের প্রথম পর্যায়ের কিছু অঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে। অনেক সময় দশমিকের গুণ, ভাগ থাকে। জ্যামিতির সাধারণ সূত্র ও সংজ্ঞা থেকেও প্রশ্ন আসে।
সাধারণ জ্ঞানঃ সাম্প্রতিকে জোর বাংলাদেশের স্বাধীনতা, অভ্যুদয়ের ইতিহাস, জাতীয় বিষয়াবলি থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে দক্ষিণ এশিয়া এবং এশিয়া সম্পর্কিত প্রশ্ন বেশি দেখা যায়। খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, দিবস ইত্যাদি থেকে প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রশ্ন যেমন বিভিন্ন আবিষ্কার, রোগব্যাধি, বিভিন্ন খাদ্যগুণ, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য আজকের বিশ্ব, এমপিথ্রি, নতুন বিশ্ব পড়তে পারেন কৃষ্ণ অধিকারী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রশ্ন বেশি থাকে। বিশেষত এক বছরের জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এ জন্য পড়তে হবে সাধারণ জ্ঞানবিষয়ক মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড।
এবার চলুন জেনে নেওয়া যাক, কোন কোন বই ফলো করলে আপনি একটি মজবুত প্রস্তুতি নিতে পারবেন।
বাংলাঃ
সাহিত্য : ওরাকল বিসিএস বাংলা গাইড (প্রিলি), ড. সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা (লিখিত)।
ব্যাকরণ : নবম-দশম শ্রেণির ব্যকরণ মূল বই, MP3 বাংলা গাইড।
ইংরেজিঃ
গ্রামার : পিসি দাসের Aplied English Grammer, চৌধুরি এন্ড হোসাইন এর Advanced English Learners (class 9-10), যেকোন একটি অথবা উভয়টি। একটু অগ্রসর হলে ক্লিফসের TOEFL।
ভোকাবুলারি : যেকোন বই যেমন, প্রফেসরস ভোকাবুলারি ট্রেজারার, সাইফুরস ভোকাবুলারি, একটু অগ্রসর হলে ক্লিফসের GRE ভোকাবুলারি।
সবশেষে : প্রফেসরস গাইড। পারলে কম্পিটিভ এক্সাম বইটি প্র্যাকটিস করবেন।
সাহিত্য : আমান এন্ড শিপনের ইজি এপ্রোচ ইংলিশ লিটারেচার।
বাংলাদেশ বিষয়াবলীঃ
ওরাকল গাইড, একটু অগ্রসর হলে ৯ম-১০ম শ্রেণির মানবিকের বই যেমন, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, উচ্চমাধ্যমিক পৌরনীতি দ্বিতীয়পত্র।
আন্তজার্তিক বিষয়াবলীঃ
ওরাকল গাইড, তারেক শামসুর রহমান স্যারের বিশ্ব রাজনীতির ১০০ বছর। আন্তজার্তিক সম্পর্কের মূলনীতি।
ভূগোল, মানসিক দক্ষতা, নৈতিকতা সুশাসন : বাজারের যেকোন গাইড, বলা বাহুল্য উপরের বইগুলো থেকেই অনেকটা প্রস্তুতি হয়ে যাবে।
কম্পিউটার প্রযুক্তি : ইজি কম্পিউটার।
বিজ্ঞান : MP3 গাইড, নবম-দশম শ্রেণির সাধারণ বিজ্ঞান মূল বই।
গণিত : MP3 গাইড (বিসিএসের জন্য যথেষ্ট)। তবে ব্যাংকের জন্য আরো পড়তে হবে।
বেসিক: ৮ম, ৯ম-১০ম শ্রেনির মূল বই থেকে পার্টিগণিত, পরিমিতি, বীজগণিত (বিসিএস রিটেনের জন্য), ব্যাংকের জন্য শুধু কথায় বীজগণিত। বিগত বিসিএস এবং ব্যাংকের সকল প্রশ্ন। (প্রফেসরস গাইডে পাওয়া যাবে)।
নিয়মিত ইংরেজি এবং বাংলা পত্রিকা পড়ুন।
আশা করি, লেখাটি পড়ে আপনার চাকরির প্রস্তুতি সম্পর্কে একটি ভাল আইডিয়া হয়েছে।
তো, আর দেরি না করে, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিন। সফলতা একদিন আসবেই।
আর হ্যাঁ, উত্তরটি ভাল লাগলে অবশ্যই উত্তরটি লাইক এবং শেয়ার করবেন।