একটি পরমাণুতে তিনটি মৌলিক কণিকা বিদ্যমা।। এগুলো হলো - ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। যেহেতু কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সমানসংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কেন্দ্রের বাহিরে অবস্থান করে,তাই পরমাণুতে মোট আধRead more
একটি পরমাণুতে তিনটি মৌলিক কণিকা বিদ্যমা।। এগুলো হলো – ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত।
যেহেতু কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সমানসংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কেন্দ্রের বাহিরে অবস্থান করে,তাই পরমাণুতে মোট আধান শূন্য হয়। তাই একটি পরমাণু সাধারণ অবস্থায় চার্জ নিরপেক্ষ থাকে।
NaCl দ্বারা সোডিয়াম ক্লোরাইডকে বোঝায়। যা খাবার লবণ হিসেবে পরিচিত। এই সংকেত দ্বারা বোঝা যায় যে এই পদার্থটিতে সোডিয়াম ধাতুর একটি পরমাণু ক্লোরিন গ্যাসের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড (NaCl) গঠন করেছ।
NaCl দ্বারা সোডিয়াম ক্লোরাইডকে বোঝায়। যা খাবার লবণ হিসেবে পরিচিত। এই সংকেত দ্বারা বোঝা যায় যে এই পদার্থটিতে সোডিয়াম ধাতুর একটি পরমাণু ক্লোরিন গ্যাসের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড (NaCl) গঠন করেছ।
বি একটা উপসর্গ। জ্ঞান একটি কৃদন্ত পদ অর্থাৎ ক্রিয়া থেকে প্রত্যয় যোগে এর উৎপত্তি। যেমন, জ্ঞা + অনট্ = জ্ঞান । তাই বি - জ্ঞা + অনট্ = বিজ্ঞান। তেমনি, স্থা + অনট্= স্থান। প্র উপসর্গ প্রয়োগে হয় প্রস্থান (অর্থাৎ প্র - স্থা + অনট্= প্রস্থান)
বি একটা উপসর্গ।
জ্ঞান একটি কৃদন্ত পদ অর্থাৎ ক্রিয়া থেকে প্রত্যয় যোগে এর উৎপত্তি। যেমন, জ্ঞা + অনট্ = জ্ঞান ।
জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি। গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি।
গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না
কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়।
কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না
লোহার ল্যাটিন নাম কী?
Israt Jahan
লোহার ল্যাটিন নাম হলো Ferrum.
লোহার ল্যাটিন নাম হলো Ferrum.
See lessপরমাণু চার্জ নিরপেক্ষ কেন?
Israt Jahan
একটি পরমাণুতে তিনটি মৌলিক কণিকা বিদ্যমা।। এগুলো হলো - ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। যেহেতু কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সমানসংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কেন্দ্রের বাহিরে অবস্থান করে,তাই পরমাণুতে মোট আধRead more
একটি পরমাণুতে তিনটি মৌলিক কণিকা বিদ্যমা।। এগুলো হলো – ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। নিউট্রন চার্জ নিরপেক্ষ। প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত।
যেহেতু কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সমানসংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কেন্দ্রের বাহিরে অবস্থান করে,তাই পরমাণুতে মোট আধান শূন্য হয়। তাই একটি পরমাণু সাধারণ অবস্থায় চার্জ নিরপেক্ষ থাকে।
See lessমৌলিক কণিকা কাকে বলে?
Israt Jahan
যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে।
যেসব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে।
See lessপরমাণু কাকে বলে?
Israt Jahan
পদার্থের ক্ষুদ্র কণাকে পরমাণু বলে।
পদার্থের ক্ষুদ্র কণাকে পরমাণু বলে।
See lessNacl (সোডিয়াম ক্লোরাইড) সংকেত থেকে কি বোঝ?
Israt Jahan
NaCl দ্বারা সোডিয়াম ক্লোরাইডকে বোঝায়। যা খাবার লবণ হিসেবে পরিচিত। এই সংকেত দ্বারা বোঝা যায় যে এই পদার্থটিতে সোডিয়াম ধাতুর একটি পরমাণু ক্লোরিন গ্যাসের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড (NaCl) গঠন করেছ।
NaCl দ্বারা সোডিয়াম ক্লোরাইডকে বোঝায়। যা খাবার লবণ হিসেবে পরিচিত। এই সংকেত দ্বারা বোঝা যায় যে এই পদার্থটিতে সোডিয়াম ধাতুর একটি পরমাণু ক্লোরিন গ্যাসের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড (NaCl) গঠন করেছ।
See lessবিজ্ঞান এর সন্ধি বিচ্ছেদ কি?
Lutful Al Numan
বি একটা উপসর্গ। জ্ঞান একটি কৃদন্ত পদ অর্থাৎ ক্রিয়া থেকে প্রত্যয় যোগে এর উৎপত্তি। যেমন, জ্ঞা + অনট্ = জ্ঞান । তাই বি - জ্ঞা + অনট্ = বিজ্ঞান। তেমনি, স্থা + অনট্= স্থান। প্র উপসর্গ প্রয়োগে হয় প্রস্থান (অর্থাৎ প্র - স্থা + অনট্= প্রস্থান)
বি একটা উপসর্গ।
জ্ঞান একটি কৃদন্ত পদ অর্থাৎ ক্রিয়া থেকে প্রত্যয় যোগে এর উৎপত্তি। যেমন, জ্ঞা + অনট্ = জ্ঞান ।
তাই বি – জ্ঞা + অনট্ = বিজ্ঞান। তেমনি, স্থা + অনট্= স্থান। প্র উপসর্গ প্রয়োগে হয় প্রস্থান (অর্থাৎ প্র – স্থা + অনট্= প্রস্থান)
See lessজলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ —–
Lutful Al Numan
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে এর কারণ হলো , এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে ।
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে এর কারণ হলো , এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে ।
See lessযে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ——
Lutful Al Numan
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় - - নিয়ত
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় – – নিয়ত
See lessবৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা —-
Lutful Al Numan
বৈদ্যুতিক মটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাপীয় ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
বৈদ্যুতিক মটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।
তাপীয় ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
See lessনিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় —–
Lutful Al Numan
জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি। গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
জীবদেহ (প্রাণী ও উদ্ভিদ উভয়ই) মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা রূপান্তরিত হয় কয়লা, তেল বা প্রাকৃতিক গ্যাসে। এজন্য এদের বলা হয় জীবাশ্ম জ্বালানি।
গরু, মহিষ প্রভৃতি গবাদিপশুর মলমূত্র কাজে লাগিয়ে ফারমেনটেশন বা গাঁজন প্রক্রিয়ায় যে গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলে।
See lessপৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ——
Lutful Al Numan
কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না
কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়।
কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না
See less