জিপিআরএস বা এজ মডেমে নেটওয়ার্কের এই সমস্যা হলে যা করতে পারেন- 1. মডেম সবসময় উন্মুক্ত স্থানে রাখুন। কেননা এর উপর নেটওয়ার্ক নির্ভর করে। 2. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে। 3. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন। 4. মডেম কRead more
জিপিআরএস বা এজ মডেমে নেটওয়ার্কের এই সমস্যা হলে যা করতে পারেন-
1. মডেম সবসময় উন্মুক্ত স্থানে রাখুন। কেননা এর উপর নেটওয়ার্ক নির্ভর করে।
2. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে।
3. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।
4. মডেম কেনার সময় ভাল করে জেনে নিন এই মডেম উইন্ডোজ এক্সপি,ভিসতা,সেভেন বা লিনাক্স সাপোর্ট করে কিনা এবং সংশ্লিষ্ট সব ড্রাইভার সাথে দেয়া আছে কিনা।
কম্পিউটারের বেসিক কনফিগারেশনগুলো জানার বেশ কয়েকটি উপায় রয়েছে। মাই কম্পিউটারে (My Computer) রাইট ক্লিক করে প্রোপ্রার্টিজে গিয়ে জেনারেল ট্যাব থেকে জেনে নিতে পারবেন প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য। গ্রাফিক্স বা ডিসপ্লে প্রোপ্রার্টিজে গিয়ে ইনফরমেশন থেকে জানতে পারবেন গ্রাফিক্সকার্ড সংক্Read more
কম্পিউটারের বেসিক কনফিগারেশনগুলো জানার বেশ কয়েকটি উপায় রয়েছে। মাই কম্পিউটারে (My Computer) রাইট ক্লিক করে প্রোপ্রার্টিজে গিয়ে জেনারেল ট্যাব থেকে জেনে নিতে পারবেন প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য। গ্রাফিক্স বা ডিসপ্লে প্রোপ্রার্টিজে গিয়ে ইনফরমেশন থেকে জানতে পারবেন গ্রাফিক্সকার্ড সংক্রান্ত তথ্য। আর অনেকক্ষেত্রেই কম্পিউটার কেনার ক্যাশমেমোতেই এসব বিস্তারিত লিখা থাকে। আরেকটি কাজ করতে পারেন। কোনো অভিজ্ঞ ব্যবহারকারীর সহায়তায় জেনে নিতে পারেন তথ্যগুলো।
অনেক সময় ভুল করে কোন ফাইল Delete হয়ে Recycle Bin থেকে চলে যেতে পারে অথবা কোন ফাইল Delete করার পর মনে হতে পারে ফাইলটি প্রয়োজন। তখন Recycle Bin থেকে ফাইলটি ফিরিয়ে আনার জন্য যা যা করতে হবে- ১. Recycle Bin এ দুবার ক্লিক করুন। ২. যে ফাইলটি প্রয়োজন সে ফাইলটি সিলেক্ট করুন। ৩. File menu থেকে Restore কিRead more
অনেক সময় ভুল করে কোন ফাইল Delete হয়ে Recycle Bin থেকে চলে যেতে পারে অথবা কোন ফাইল Delete করার পর মনে হতে পারে ফাইলটি প্রয়োজন। তখন Recycle Bin থেকে ফাইলটি ফিরিয়ে আনার জন্য যা যা করতে হবে-
ইউপিএস থাকার পরেও কম্পিউটার রিস্টার্ট বেশ কয়েক কারণে হতে পারে। যেমন- ১. ইউপিএস এর সার্কিটে সমস্যার কারণে এমন হতে পারে। ২. ইউপিএস-এ চার্জ কম থাকলে। ৩. ইউপিএস-এ লোডের চেয়ে বেশি পাওয়ারের যন্ত্র লাগানো থাকলে। যদি চার্জ ফুল থাকার পরও কারেন্ট চলে গেলে ইউপিএস থাকা সত্ত্বেও পিসিরিস্টার্ট দেয় তাহলে পিসির সাথRead more
ইউপিএস থাকার পরেও কম্পিউটার রিস্টার্ট বেশ কয়েক কারণে হতে পারে। যেমন-
১. ইউপিএস এর সার্কিটে সমস্যার কারণে এমন হতে পারে।
২. ইউপিএস-এ চার্জ কম থাকলে।
৩. ইউপিএস-এ লোডের চেয়ে বেশি পাওয়ারের যন্ত্র লাগানো থাকলে।
যদি চার্জ ফুল থাকার পরও কারেন্ট চলে গেলে ইউপিএস থাকা সত্ত্বেও পিসিরিস্টার্ট দেয় তাহলে পিসির সাথে সিপিইউ আর মনিটর বাদে অন্য অতিরিক্ত যন্তাংশ খুলে তারপর আবার পরীক্ষা করুন। যদি তখনও একই সমস্যা হয় তাহলে ইউপিএসটি টেকনিশিয়ানকে দেখান।
যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে এবং এর লেড লাইট জ্বলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স/ভিডিও কার্ডে কোনো সমস্যা বা মনিটরের ক্যাবল কানেকশন লুজ হয়ে গেছে। কানেকশন চেক করুন। অনেকসময় র্যামের স্লট পরিবর্তন করলেও এই সমস্যার সমাধান হয়ে যায়। বায়োস সেটিংস রিসেট করেও দেখতে পারেন।
যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে এবং এর লেড লাইট জ্বলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স/ভিডিও কার্ডে কোনো সমস্যা বা মনিটরের ক্যাবল কানেকশন লুজ হয়ে গেছে। কানেকশন চেক করুন। অনেকসময় র্যামের স্লট পরিবর্তন করলেও এই সমস্যার সমাধান হয়ে যায়। বায়োস সেটিংস রিসেট করেও দেখতে পারেন।
যদি মনিটরে অস্পষ্ট কালার ও প্যাটার্ন দেখা যায় এবং চালু করতে গেলে মনিটর কাঁপতে থাকে বা চালুই হয় না তখন বুঝতে হবে এক হয় আপনার ডাইরেক্ট এক্স পুরাতন অথবা গ্রাফিক্স কার্ডের লেটেস্ট ড্রাইভার নেই। তাই সবসময় লেটেস্ট ডাইরেক্ট এক্স ব্যবহার করবেন ও গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেটেড রাখবেন। এরপরও সমস্যা থাকলে বুRead more
যদি মনিটরে অস্পষ্ট কালার ও প্যাটার্ন দেখা যায় এবং চালু করতে গেলে মনিটর কাঁপতে থাকে বা চালুই হয় না তখন বুঝতে হবে এক হয় আপনার ডাইরেক্ট এক্স পুরাতন অথবা গ্রাফিক্স কার্ডের লেটেস্ট ড্রাইভার নেই। তাই সবসময় লেটেস্ট ডাইরেক্ট এক্স ব্যবহার করবেন ও গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেটেড রাখবেন। এরপরও সমস্যা থাকলে বুঝতে হবে আপনার ভিডিও কার্ড ও উইন্ডোজের মধ্যে কম্পাটিবিলিটিতে সমস্যা আছে। এমতাবস্থায় অভিজ্ঞ কাউকে দেখান অথবা বিক্রেতার সাথে যোগাযোগ করুন।
ডায়াল আপে মডেমের ক্ষেত্রে যা করতে পারেন- ১. ফোনের ডায়াল টোন আছে কিনা দেখুন। ২. মডেম ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করুন। ৩. মডেমের ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন। এজ/জিপিআরএস মডেমের ক্ষেত্রে যা করতে পারেন- ১. মোবাইলের নেটওয়ার্ক চেক করুন। ২. সীমে ইন্টারনেট এক্টিভেটRead more
ডায়াল আপে মডেমের ক্ষেত্রে যা করতে পারেন-
১. ফোনের ডায়াল টোন আছে কিনা দেখুন।
২. মডেম ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করুন।
৩. মডেমের ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।
এজ/জিপিআরএস মডেমের ক্ষেত্রে যা করতে পারেন-
১. মোবাইলের নেটওয়ার্ক চেক করুন।
২. সীমে ইন্টারনেট এক্টিভেট আছে কিনা দেখুন।
৩. নতুন করে ড্রাইভার ইন্সটল করে দেখুন।
কীবোর্ডে এই উল্টা পাল্টা শব্দ আসার সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ। এর জন্য আপনাকে যা করতে হবে, তা হলোঃ ১. কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান। ২. Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন। ৩. সেখান থেকে United States International সিলেক্ট করে Apply, OkRead more
কীবোর্ডে এই উল্টা পাল্টা শব্দ আসার সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ।
এর জন্য আপনাকে যা করতে হবে, তা হলোঃ
১. কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান।
২. Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন।
৩. সেখান থেকে United States International সিলেক্ট করে Apply, Ok করুন।
যদি মনিটর ঝাপসা হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে। আবার, যদি উইন্ডোজ লোড হওয়াকালীন এই সমস্যা হয় তাহলে বুঝবেন মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার পর যখন Starting Windows মেসেজটি দেখবেন তখনই কী-বোর্ডের এফ৮Read more
যদি মনিটর ঝাপসা হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে।
আবার, যদি উইন্ডোজ লোড হওয়াকালীন এই সমস্যা হয় তাহলে বুঝবেন মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার পর যখন Starting Windows মেসেজটি দেখবেন তখনই কী-বোর্ডের এফ৮ (F8) চেপে সেফ মোডে উইন্ডোজ চালু করুন। এর গ্রাফিক্স/ডিসপ্লে প্রোপার্টিজে গিয়ে রিফ্রেশ রেট ঠিক করুন।
জিপিআরএস বা এজ মডেমের এই সমস্যা হলে আপনি নিচের কাজটি করতে পারেন। 1. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে। 2. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন। আশা করি এই দুইটা কাজ করলে আপনার সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।
জিপিআরএস বা এজ মডেমের এই সমস্যা হলে আপনি নিচের কাজটি করতে পারেন।
1. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে।
2. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।
আশা করি এই দুইটা কাজ করলে আপনার সমস্যার সমাধান হবে।
ফাইল বা ফোল্ডারটি হিডেন করা থাকতে পারে। তবে ফাইলটি একেবারে মুছে গেলে ফাইলটি খুঁজে পাওয়া যাবে না। ফাইল বা ফোল্ডারটির প্রপার্টিজ থেকে হিডেন অপশনটি আনচেক করতে হবে। মাই কম্পিউটার-এ দুবার কিল্ক করেন। সেটি ওপেন করেন। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে। ফাইলটিতে মাউস পয়েণ্টার নRead more
ফাইল বা ফোল্ডারটি হিডেন করা থাকতে পারে। তবে ফাইলটি একেবারে মুছে গেলে ফাইলটি খুঁজে পাওয়া যাবে না।
ফাইল বা ফোল্ডারটির প্রপার্টিজ থেকে হিডেন অপশনটি আনচেক করতে হবে। মাই কম্পিউটার-এ দুবার কিল্ক করেন। সেটি ওপেন করেন। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে। সেখান থেকে Properties ক্লিক করুন। সেখানে Hidden বক্সে একটি চিহ্ন দেয়া আছে। সেটি তুলে দিন। এরপর Ok ক্লিক করুন।
মুছে য়াওয়া ফাইল খুঁজে পাওয়া যাবে না। যদি Recycle Bin- এ থাকে তাহলে Recycle Bin থেকে ফিরিয়ে আনা যাবে।
মডেম-এ নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কি করা যায়?
ঋণাত্মক পাই
জিপিআরএস বা এজ মডেমে নেটওয়ার্কের এই সমস্যা হলে যা করতে পারেন- 1. মডেম সবসময় উন্মুক্ত স্থানে রাখুন। কেননা এর উপর নেটওয়ার্ক নির্ভর করে। 2. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে। 3. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন। 4. মডেম কRead more
জিপিআরএস বা এজ মডেমে নেটওয়ার্কের এই সমস্যা হলে যা করতে পারেন-
1. মডেম সবসময় উন্মুক্ত স্থানে রাখুন। কেননা এর উপর নেটওয়ার্ক নির্ভর করে।
2. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে।
3. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।
4. মডেম কেনার সময় ভাল করে জেনে নিন এই মডেম উইন্ডোজ এক্সপি,ভিসতা,সেভেন বা লিনাক্স সাপোর্ট করে কিনা এবং সংশ্লিষ্ট সব ড্রাইভার সাথে দেয়া আছে কিনা।
See lessকম্পিউটারের কনফিগারেশন কিভাবে চেক করতে হয়?
ঋণাত্মক পাই
কম্পিউটারের বেসিক কনফিগারেশনগুলো জানার বেশ কয়েকটি উপায় রয়েছে। মাই কম্পিউটারে (My Computer) রাইট ক্লিক করে প্রোপ্রার্টিজে গিয়ে জেনারেল ট্যাব থেকে জেনে নিতে পারবেন প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য। গ্রাফিক্স বা ডিসপ্লে প্রোপ্রার্টিজে গিয়ে ইনফরমেশন থেকে জানতে পারবেন গ্রাফিক্সকার্ড সংক্Read more
কম্পিউটারের বেসিক কনফিগারেশনগুলো জানার বেশ কয়েকটি উপায় রয়েছে। মাই কম্পিউটারে (My Computer) রাইট ক্লিক করে প্রোপ্রার্টিজে গিয়ে জেনারেল ট্যাব থেকে জেনে নিতে পারবেন প্রসেসর, র্যাম ও অপারেটিং সিস্টেম সংক্রান্ত তথ্য। গ্রাফিক্স বা ডিসপ্লে প্রোপ্রার্টিজে গিয়ে ইনফরমেশন থেকে জানতে পারবেন গ্রাফিক্সকার্ড সংক্রান্ত তথ্য। আর অনেকক্ষেত্রেই কম্পিউটার কেনার ক্যাশমেমোতেই এসব বিস্তারিত লিখা থাকে। আরেকটি কাজ করতে পারেন। কোনো অভিজ্ঞ ব্যবহারকারীর সহায়তায় জেনে নিতে পারেন তথ্যগুলো।
See lessRecycle Bin থেকে ফাইল/ফোল্ডার কিভাবে ফিরিয়ে আনা যায়?
ঋণাত্মক পাই
অনেক সময় ভুল করে কোন ফাইল Delete হয়ে Recycle Bin থেকে চলে যেতে পারে অথবা কোন ফাইল Delete করার পর মনে হতে পারে ফাইলটি প্রয়োজন। তখন Recycle Bin থেকে ফাইলটি ফিরিয়ে আনার জন্য যা যা করতে হবে- ১. Recycle Bin এ দুবার ক্লিক করুন। ২. যে ফাইলটি প্রয়োজন সে ফাইলটি সিলেক্ট করুন। ৩. File menu থেকে Restore কিRead more
অনেক সময় ভুল করে কোন ফাইল Delete হয়ে Recycle Bin থেকে চলে যেতে পারে অথবা কোন ফাইল Delete করার পর মনে হতে পারে ফাইলটি প্রয়োজন। তখন Recycle Bin থেকে ফাইলটি ফিরিয়ে আনার জন্য যা যা করতে হবে-
১. Recycle Bin এ দুবার ক্লিক করুন।
২. যে ফাইলটি প্রয়োজন সে ফাইলটি সিলেক্ট করুন।
৩. File menu থেকে Restore কিল্ক করুন।
ইউপিএস থাকার পরেও কম্পিউটার রিস্টার্ট নেওয়ার কারণ কি?
ঋণাত্মক পাই
ইউপিএস থাকার পরেও কম্পিউটার রিস্টার্ট বেশ কয়েক কারণে হতে পারে। যেমন- ১. ইউপিএস এর সার্কিটে সমস্যার কারণে এমন হতে পারে। ২. ইউপিএস-এ চার্জ কম থাকলে। ৩. ইউপিএস-এ লোডের চেয়ে বেশি পাওয়ারের যন্ত্র লাগানো থাকলে। যদি চার্জ ফুল থাকার পরও কারেন্ট চলে গেলে ইউপিএস থাকা সত্ত্বেও পিসিরিস্টার্ট দেয় তাহলে পিসির সাথRead more
ইউপিএস থাকার পরেও কম্পিউটার রিস্টার্ট বেশ কয়েক কারণে হতে পারে। যেমন-
১. ইউপিএস এর সার্কিটে সমস্যার কারণে এমন হতে পারে।
২. ইউপিএস-এ চার্জ কম থাকলে।
৩. ইউপিএস-এ লোডের চেয়ে বেশি পাওয়ারের যন্ত্র লাগানো থাকলে।
যদি চার্জ ফুল থাকার পরও কারেন্ট চলে গেলে ইউপিএস থাকা সত্ত্বেও পিসিরিস্টার্ট দেয় তাহলে পিসির সাথে সিপিইউ আর মনিটর বাদে অন্য অতিরিক্ত যন্তাংশ খুলে তারপর আবার পরীক্ষা করুন। যদি তখনও একই সমস্যা হয় তাহলে ইউপিএসটি টেকনিশিয়ানকে দেখান।
See lessমনিটরে ছবি না আসলে করনীয় কী?
ঋণাত্মক পাই
যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে এবং এর লেড লাইট জ্বলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স/ভিডিও কার্ডে কোনো সমস্যা বা মনিটরের ক্যাবল কানেকশন লুজ হয়ে গেছে। কানেকশন চেক করুন। অনেকসময় র্যামের স্লট পরিবর্তন করলেও এই সমস্যার সমাধান হয়ে যায়। বায়োস সেটিংস রিসেট করেও দেখতে পারেন।
যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে এবং এর লেড লাইট জ্বলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স/ভিডিও কার্ডে কোনো সমস্যা বা মনিটরের ক্যাবল কানেকশন লুজ হয়ে গেছে। কানেকশন চেক করুন। অনেকসময় র্যামের স্লট পরিবর্তন করলেও এই সমস্যার সমাধান হয়ে যায়। বায়োস সেটিংস রিসেট করেও দেখতে পারেন।
See lessমনিটরে অস্পষ্ট কালার ও প্যাটার্ন আসে, কিভাবে ঠিক করা যায়?
ঋণাত্মক পাই
যদি মনিটরে অস্পষ্ট কালার ও প্যাটার্ন দেখা যায় এবং চালু করতে গেলে মনিটর কাঁপতে থাকে বা চালুই হয় না তখন বুঝতে হবে এক হয় আপনার ডাইরেক্ট এক্স পুরাতন অথবা গ্রাফিক্স কার্ডের লেটেস্ট ড্রাইভার নেই। তাই সবসময় লেটেস্ট ডাইরেক্ট এক্স ব্যবহার করবেন ও গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেটেড রাখবেন। এরপরও সমস্যা থাকলে বুRead more
যদি মনিটরে অস্পষ্ট কালার ও প্যাটার্ন দেখা যায় এবং চালু করতে গেলে মনিটর কাঁপতে থাকে বা চালুই হয় না তখন বুঝতে হবে এক হয় আপনার ডাইরেক্ট এক্স পুরাতন অথবা গ্রাফিক্স কার্ডের লেটেস্ট ড্রাইভার নেই। তাই সবসময় লেটেস্ট ডাইরেক্ট এক্স ব্যবহার করবেন ও গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেটেড রাখবেন। এরপরও সমস্যা থাকলে বুঝতে হবে আপনার ভিডিও কার্ড ও উইন্ডোজের মধ্যে কম্পাটিবিলিটিতে সমস্যা আছে। এমতাবস্থায় অভিজ্ঞ কাউকে দেখান অথবা বিক্রেতার সাথে যোগাযোগ করুন।
See lessপিসি মডেম পাচ্ছে কিন্তু ইন্টারনেট নেই, এখন কি করা যায়?
ঋণাত্মক পাই
ডায়াল আপে মডেমের ক্ষেত্রে যা করতে পারেন- ১. ফোনের ডায়াল টোন আছে কিনা দেখুন। ২. মডেম ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করুন। ৩. মডেমের ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন। এজ/জিপিআরএস মডেমের ক্ষেত্রে যা করতে পারেন- ১. মোবাইলের নেটওয়ার্ক চেক করুন। ২. সীমে ইন্টারনেট এক্টিভেটRead more
ডায়াল আপে মডেমের ক্ষেত্রে যা করতে পারেন-
১. ফোনের ডায়াল টোন আছে কিনা দেখুন।
২. মডেম ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্য ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করুন।
৩. মডেমের ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।
এজ/জিপিআরএস মডেমের ক্ষেত্রে যা করতে পারেন-
১. মোবাইলের নেটওয়ার্ক চেক করুন।
See less২. সীমে ইন্টারনেট এক্টিভেট আছে কিনা দেখুন।
৩. নতুন করে ড্রাইভার ইন্সটল করে দেখুন।
কীবোর্ডে উল্টা পাল্টা শব্দ আসছে, কিভাবে ঠিক করা যায়?
ঋণাত্মক পাই
কীবোর্ডে এই উল্টা পাল্টা শব্দ আসার সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ। এর জন্য আপনাকে যা করতে হবে, তা হলোঃ ১. কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান। ২. Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন। ৩. সেখান থেকে United States International সিলেক্ট করে Apply, OkRead more
কীবোর্ডে এই উল্টা পাল্টা শব্দ আসার সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ।
এর জন্য আপনাকে যা করতে হবে, তা হলোঃ
১. কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান।
২. Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন।
৩. সেখান থেকে United States International সিলেক্ট করে Apply, Ok করুন।
See lessমনিটর ঝাপসা বা ছবি কাঁপলে করনীয় কী?
ঋণাত্মক পাই
যদি মনিটর ঝাপসা হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে। আবার, যদি উইন্ডোজ লোড হওয়াকালীন এই সমস্যা হয় তাহলে বুঝবেন মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার পর যখন Starting Windows মেসেজটি দেখবেন তখনই কী-বোর্ডের এফ৮Read more
যদি মনিটর ঝাপসা হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে।
আবার, যদি উইন্ডোজ লোড হওয়াকালীন এই সমস্যা হয় তাহলে বুঝবেন মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার পর যখন Starting Windows মেসেজটি দেখবেন তখনই কী-বোর্ডের এফ৮ (F8) চেপে সেফ মোডে উইন্ডোজ চালু করুন। এর গ্রাফিক্স/ডিসপ্লে প্রোপার্টিজে গিয়ে রিফ্রেশ রেট ঠিক করুন।
See lessমডেম নো সার্ভিস/ নো নেটওয়ার্ক দেখাচ্ছে, কিভাবে এর সমাধান করা যায়?
ঋণাত্মক পাই
জিপিআরএস বা এজ মডেমের এই সমস্যা হলে আপনি নিচের কাজটি করতে পারেন। 1. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে। 2. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন। আশা করি এই দুইটা কাজ করলে আপনার সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।
জিপিআরএস বা এজ মডেমের এই সমস্যা হলে আপনি নিচের কাজটি করতে পারেন।
1. সীমটি ট্রে থেকে খুলে আবার লাগিয়ে কানেক্ট দিন। অনেকসময় মডেম ঠিকমতো সীম কানেকশন না পাবার কারনেও নেট সমস্যা করে থাকে।
2. ড্রাইভার নতুন করে ইন্সটল করে দেখুন।
আশা করি এই দুইটা কাজ করলে আপনার সমস্যার সমাধান হবে।
ধন্যবাদ।
See lessহার্ডডিক্সে একটি ফাইল/ফোল্ডার খুঁজে না পেলে কি করা যায়?
ঋণাত্মক পাই
ফাইল বা ফোল্ডারটি হিডেন করা থাকতে পারে। তবে ফাইলটি একেবারে মুছে গেলে ফাইলটি খুঁজে পাওয়া যাবে না। ফাইল বা ফোল্ডারটির প্রপার্টিজ থেকে হিডেন অপশনটি আনচেক করতে হবে। মাই কম্পিউটার-এ দুবার কিল্ক করেন। সেটি ওপেন করেন। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে। ফাইলটিতে মাউস পয়েণ্টার নRead more
ফাইল বা ফোল্ডারটি হিডেন করা থাকতে পারে। তবে ফাইলটি একেবারে মুছে গেলে ফাইলটি খুঁজে পাওয়া যাবে না।
ফাইল বা ফোল্ডারটির প্রপার্টিজ থেকে হিডেন অপশনটি আনচেক করতে হবে। মাই কম্পিউটার-এ দুবার কিল্ক করেন। সেটি ওপেন করেন। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে। ফাইলটিতে মাউস পয়েণ্টার নিয়ে মাউসের ডান বোতাম ক্লিক করতে হবে। সেখান থেকে Properties ক্লিক করুন। সেখানে Hidden বক্সে একটি চিহ্ন দেয়া আছে। সেটি তুলে দিন। এরপর Ok ক্লিক করুন।
মুছে য়াওয়া ফাইল খুঁজে পাওয়া যাবে না। যদি Recycle Bin- এ থাকে তাহলে Recycle Bin থেকে ফিরিয়ে আনা যাবে।