About Us
ভার্সিটি জীবন শুরুর আগে থেকেই ভাবতাম কি করা যায়। কিভাবে সহজে মানুষের খুব কাছে পৌছানো যায়।সেই চাওয়া থেকেই মাথায় নতুন নতুন চিন্তা ঘুরপাক খেত প্রতিনিয়ত। যখন যেটা মাথায় আসতো সেটা নিয়েই কাজ শুরু করতাম তাতে ফল কি আসবে সেটা না ভেবেই। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর সেটায় নতুন মাত্রা যোগ করে দিল আমার এক বন্ধু।সেও আমার মতই অনেকটা চিন্তাপ্রেমী।এখন অল্প স্বল্প যাই করি দুজনে মিলে করার চেষ্টা করি।সেই চেষ্টা থেকেই আমার No Problem এর পথচলা। বর্তমানে এটি বাংলাদেশের একটি সর্ববৃহৎ প্রশ্ন-উত্তর এবং শিক্ষা বিষয়ক ওয়েব সাইট। আপনাদের সবার সহায়তায় আমরা অনেকদুর এগিয়ে যেতে চাই।